বাংলাদেশের সমুদ্রগামী নাবিকদের মাধ্যমে বছরে ৪ হাজার কোটি (৪০০ মিলিয়ন ডলার) টাকার রেমিটেন্স আয় হয় বলে জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির অধ্যক্ষ ড. সাজিদ হোসেন। তিনি বলেন, সমুদ্রগামী নাবিকরা রেমিটেন্স আয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। গত বুধবার আনোয়ারা মাস মেরিন একাডেমী আয়োজিত একাডেমির ৭ম ব্যাচের পাসিং নাবিকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাস মেরিন একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মেরিন প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাস মেরিন একাডেমির পরিচালক শাহেদা কাশেম, সাবরিনা কাশেম, আবদুল্লাহ মোহাম্মদ সাদেক, আবদুল্লাহ মোহাম্মদ সায়েম। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মো. নুরুল আবছার। অনুষ্ঠানে একাডেমির ৭ম ব্যাচের ৮০ জন রেটিংস নাবিককে শিক্ষা সমাপনী সনদ প্রদান করা হয়। একাডেমির প্রতিষ্ঠালগ্ন থেকে চার শতাধিক রেটিংস নাবিক সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে।












