চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মিহির কান্তি করের মেঝ ভাই সমীর কান্তি কর গত বৃহস্পতিবার ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন নগরীর বলুয়ার দীঘির পাড়ের মহাশ্মশানে দাহকার্য সম্পন্ন হয়। তাঁর বাড়ি সাতকানিয়ার উত্তর ঢেমশা গ্রামে।
সমীর কান্তি করের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়। এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











