‘সমীকরণের’ পর দ্বিতীয় মৌলিক গান ‘প্রহর’ নিয়ে এলো স্ল্যাভ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সুরের মাটি থেকে উঠে আসা ব্যতিক্রমী রক ব্যান্ড স্ল্যাভ তাদের দ্বিতীয় মৌলিক গান ‘প্রহর’ প্রকাশিত হচ্ছে আজ। দেশের ব্যান্ড সংগীতের জগতে নতুন সুর, নতুন আবেগ নিয়ে আত্মপ্রকাশ করেছে স্ল্যাভএকটি ব্যতিক্রমী রক ব্যান্ড। যারা ২০২২ সাল থেকে নিজেদের সংগীতচর্চা ও পারফরমেন্স দিয়ে ধীরে ধীরে গড়ে তুলছে একটি স্বতন্ত্র পরিচয়। চট্টগ্রামের বিভিন্ন প্র্যাকটিস প্যাডে নিয়মিত চর্চার মাধ্যমে গড়ে ওঠা এই ব্যান্ড ইতোমধ্যেই সরকারি, বেসরকারি ও কর্পোরেট আয়োজনসহ নানা কনসার্টে অংশগ্রহণ করে শ্রোতাদের মন জয় করে নিয়েছে।

স্ল্যাভ এখন পর্যন্ত একটি মৌলিক গান প্রকাশ করেছে ‘সমীকরণ’, যা শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। এবারে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যান্ডটি নিয়ে আসছে তাদের দ্বিতীয় মৌলিক গান ‘প্রহর’, যা আজ (১৩ এপ্রিল) আজাদী অনলাইন প্লাটফর্মে আনুষ্ঠানিক প্রকাশিত হতে যাচ্ছে।

প্রহর’ গানটি সময়, অনুভব ও অপেক্ষার একটি সুরেল অনুবাদ। আধুনিক রক ও মেলোডিক ধাঁচের সংমিশ্রণে সৃষ্ট এই গানটি শ্রোতাকে নিজের ভেতরের অনুভবের সঙ্গে একাত্ম করে তোলে। গানের কথা, সুর ও সাউন্ড ডিজাইন এমনভাবে সাজানো হয়েছে, যা মনে রাখার মতো এক অনুভূতির জন্ম দেবে।

ব্যান্ডটির সদস্যরা হলেন : হামিদ (লিড গিটারিস্ট ও ফাউন্ডার মেম্বার), প্লাসিড বিশ্বাস (মেইন ফ্রন্টম্যান ও ভোকাল), রেজাউর রহমান রেজা (মেইন ফ্রন্টম্যান ও ভোকাল), পলাশ (বেস গিটারিস্ট), নাহিদ (কী বোর্ডিস্ট) এবং অপু (ড্রামার)। দেশিবিদেশি বিখ্যাত সব ব্র্যান্ডের অনুপ্রেরণায় স্ল্যাভ ভবিষ্যতে ভালো ভালো গান উপহার দিতে চায় বলে জানিয়েছে। চলতি বছর তারা আরও কিছু মৌলিক গান প্রকাশের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন।

তারা বিশ্বাস করেন সংগীত শুধুই বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানুষের অন্তরের অনুভবের ভাষা। সেই ভাষায় তারা বলতে চান ‘আমরা এসেছি আমাদের গল্প শোনাতে, সুরে সুরে অনুভব ছুঁয়ে দিতে।’

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের অবিনাশী শক্তি সমাজকে আলোর পথে পরিচালিত করবে
পরবর্তী নিবন্ধ৩ হাজার মিটার কারেন্ট জালসহ বেহুন্দী ও চরঘেরা জাল জব্দ