সমিতি চর্চা চলচ্চিত্রের পরিবেশ নষ্ট করছে

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

অনেকে কাজ বাদ দিয়ে সমিতি নির্ভর হয়ে পড়ল। এফডিসি হয়ে গেল চলচ্চিত্র নয়, সমিতি নির্ভর একটি প্রতিষ্ঠান। কিছু অযোগ্য লোকের কাছে সিনেমার পরিবর্তে সমিতি হয়ে গেল ধ্যানজ্ঞান। সমিতির নির্বাচন, পিকনিক, ইফতার পার্টি নিয়ে তাদের যেভাবে ব্যস্ত থাকতে দেখা যায় সিনেমা নিয়ে তত নয়। এতে করে চলচ্চিত্রের বারোটা বেজেই চলেছেএমন মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার ভাইজান শাকিব খান। গেল পাঁচ বছর ধরে এফডিসির অভ্যন্তরে কাজের চেয়ে সমিতি কালচার চর্চার ফলে হানাহানিতে সিনেমার পরিবেশ নষ্ট করে বলে মনে করেন দেশসেরা এই চিত্রনায়ক। খবর বাংলানিউজের।

শাকিব খান মনে করেন, এসব না করে জরুরি ছিল এফডিসি থেকে সার্ভার সিস্টেমের মাধ্যমে সিনেমা প্রদর্শন করা, এফডিসিতে পোস্ট প্রোডাকশনের কাজের ব্যবস্থা করা। এমন আরো অনেক আধুনিক কাজের কোনো ব্যবস্থা নেই এফডিসিতে। তাই এফডিসি চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখবে কীভাবে? এফডিসি এখন হয়েছে পরিত্যক্ত পাটকলের মতো। এমন সব দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারলেই চলচ্চিত্রের সংকট নিশ্চিত কেটে যাবে বলে যোগ করেন ঢালিউড ভাইজান।

পূর্ববর্তী নিবন্ধঈদে আসছে ‘বলছি মেয়ে শোনো’
পরবর্তী নিবন্ধমাদারবাড়ী মুক্তকন্ঠ গ্রীণের আন্তঃক্রীড়া ২১ মার্চ শুরু