ফটিকছড়ির সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে হামদ, নাত, ক্বেরাত, আজান প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল এবং শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে গতকাল বুধবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। সভায় বিদ্যালয়ের সভাপতি মো. শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দুবাই ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন প্রধান শিক্ষক সৈয়দ আজগর সুমন। বক্তব্য রাখেন, বিকাশ চন্দ্র বড়ুয়া, এনামুল হক, মৌলানা ইয়াছিন, আলতাফুর রহমান নূরী, মো. ওসমান কবির, মো. শাহান আলি, ললিত চন্দ্র বড়ুয়া, মো. মোরশেদ, রুপন কান্তি নাথ ও সৌরভ হোসেন। সঞ্চালনা করেন ছাত্রী তাসফিয়া নূর। প্রেস বিজ্ঞপ্তি।












