নগরীর পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী সমাবেশ সফল হওয়ায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহাদাত বলেন, ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির জনসভায় নজিরবিহীন জনসমাগম ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা গেছে, তাতে চট্টগ্রাম মহানগরী আজ এক জনসমুদ্রে পরিণত হয়েছে। চট্টগ্রামের এই ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগম প্রমাণ করেছে দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে কতটা ঐক্যবদ্ধ।
সমাবেশে অংশ নেওয়া জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, ছাত্র–শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ কৃতজ্ঞতা জানান জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং আহত বীর যোদ্ধাদের প্রতি, যাদের উপস্থিতি সমাবেশকে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও ট্রাফিক বিভাগের ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ ও রেলওয়ে বিভাগসহ অন্য সকল সরকারি দপ্তরের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাবেশের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মেয়র।












