পলোগ্রাউন্ড মাঠের সমাবেশের জন্য ব্যবহৃত ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে। গতকাল রোববার সকালে নগরীর কোতোয়ালী থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছে ঢাকার রাজ সাউন্ড সিস্টেম। সমাবেশ শুরুর আগে ভোর রাতে চুরির ঘটনা ঘটে। থানায় দেয়া লিখিত অভিযোগে বলা হয়, বিএনপির জনসমাবেশে ব্যবহারের জন্য ২০০টি মাইক লাগানো হয়। মাঠের বাইরে রেললাইনের কাছে ইলেকট্রিক পোলের সাথে লাগানো ১৮টি মাইক ইউনিট এবং ৫ কয়েল তার চুরি হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর ৪টার মধ্যে এসব চুরি হয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাজ সাউন্ড সিস্টেমের স্টাফ আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, গত শুক্রবার থেকে সমাবেশে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাতে একবার লাইন চেক করে তারা চলে যান। মাইকগুলোর নিরাপত্তায় রাস্তায় তার দুজন লোক টহলে ছিলেন। তবে সকালে পুনরায় মাইক পরীক্ষা করতে গিয়ে ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির বিষয়টি ধরা পড়ে।
চুরি হওয়া মাইকগুলো সড়কের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উচ্চতায় লাগানো ছিল। বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
চুরির বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, একটি অভিযোগ পেয়েছি। মাইকের পেছনে যে যন্ত্রটি থাকে সেটি কে বা কারা খুলে নিয়ে গেছে। আমরা তদন্ত করছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোরদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।












