সমাজ সমীক্ষা সংঘের মতবিনিময় সভা

| বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

সমীক্ষা সংঘের সদস্যদের মতবিনিময় সভা সংগঠনের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে জামালখানস্থ চিটাগং সিনিয়রস্‌ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লবের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের নির্বাহী সভাপতি দেবাশীষ রায়, অতিরিক্ত নির্বাহী পরিচালক তাপস রায়, পরিচালক আমিনুল ইসলাম, নূর নাহার কুমকুম, জয়নুল আবেদিন রানা, কল্লোল দাশ, দ্বৈপায়ন পাল, মিঠু কুমার শীল, সাইফুদ্দিন আহমেদ মিনহাজ, এইচ এম সোহেল, আব্দুল মতিন, লিয়াকত আলী হাওলাদার, সোহরাওয়ার্দী, পার্থ প্রতিম বড়ুয়া, চিন্ময় দাশ, রুবেল দত্ত প্রমুখ।
সভায় আগামী ১০ জুন ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই লক্ষ্যে সদস্যতা নবায়ন কার্যক্রম এবং নতুন সদস্য সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সংগঠনের নিয়মিত কর্মসূচি পালনের পাশাপাশি যৌথভাবে আগামী মে দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৮ মে লোক সংস্কৃতি উৎসব পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে
পরবর্তী নিবন্ধফতেপুর দরবারে প্রস্তুতি সভা