সমাজ বিনির্মাণে ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রয়াস

কেবিনেট সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৪৭ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে কেবিনেট এবং সংগঠনের ১৫তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৩ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। কেক কেটে ১৫তম কেবিনেট সভার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক লায়ন হুমায়ূন কবির, চট্টগ্রাম সিনিয়র সিটিজেন সোসাইটির জয়েন্ট সেক্রেটারি লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক প্রকৌশলী মোমিনুল হক, লায়ন্স জেলার গভর্নর এডভাইজার লায়ন সন্তোষ কুমার নন্দী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, শেঠ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফতাব আলম, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, ডা. মো. রেজাউল ইসলাম, ইসরাত জাহান চৌধুরী, তাসনুভা হায়দার, ছালামত জাহান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. মোহছেন আলী মহসিন, আইডিয়াল হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডা. মো. ছাইদুল মোস্তাকিন, লায়ন্স জেলার রিজিয়ন হেড কোয়ার্টার লায়ন আশীষ ভট্টচার্য্য, প্রেসিডেন্সি স্কুলের পরিচালক নাসরিন হক, গ্রীনল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. আবেদুর রহমান মনি, যুগ্ম সম্পাদক আলতাফুর রশীদ বাবু, রফিউল কাদের।

প্রয়াস সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপী, সুভাষ সরকার, একেএম মোস্তাফিজুর রহমান রাসেল, সহসাধারণ সম্পাদক মো. শাহজাহান, মো. ইসমাইল, মো. ওমর ফারুক খান আসিফ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. মাহির আসেফ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মাহামুদ রাজীব, সাংস্কৃতিক সম্পাদক হিমেল মন্ডল, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, সহ মহিলা সম্পাদিকা সারমিন আক্তার, পরিকল্পনা সম্পাদক মো. রুকুনুর জামান তাসিন, আপ্যায়ন সম্পাদক খোরশেদ আলম, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য মো. হাবিবুর রহমান, মিনহাজুল হক মিনার, মো. সিরাজুল ইসলাম, মো. সাকিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, সমাজ বিনির্মাণে নিঃস্বার্থভাবে ১৫ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস সামাজিক সংগঠন।

সভায় আগামী মাসে সংগঠনের ১৫তম বর্ষপূর্তি এবং প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৩ উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘হে অতীত কথা কও’ বইয়ের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন উপজেলায় প্রস্তুতি