জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ এই শ্লোগানকে ধারণ করে গত ৩১ অক্টোবর উদীচী রাঙামাটি জেলা সংসদের উদ্যোগে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন।
উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় ধরের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি এম বখতেয়ার, জেলা সংসদের সহ-সভাপতি সুকুমার বড়ুয়া। বক্তারা আরো বলেন, জন্মলগ্ন থেকেই সমাজ জীবনে সমস্ত দুঃশাসন থেকে মুক্তি পেতে লড়াই-সংগ্রাম করে আসছে উদীচী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৃহত্তর তবলছড়ি শাখা সংসদের সভাপতি সাগর পাল, টিএন্ডটি শাখার সভাপতি আশীষ কুমার বড়ুয়া। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।