রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে চিটাগাং ক্লাবে রোটারি ঘোষিত মেম্বারশীপ এন্ড নিউ ক্লাব ডেভেলপমেন্ট মাস উপলক্ষে ৫ আগস্ট এক সেমিনারের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি মো. জামালউদ্দিন সিকদারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি দেবদুলাল ভৌমিক, চার্টার প্রেসিডেন্ট মো.শাহাজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর এমদাদুল আজিজ চৌধুরী, ডেপুটি গর্ভনর শহীদুল ইসলাম চৌধুরী, ইঞ্জি. আমজাদ হোসেন, ডা. আকবর হোসেন, ভাইস প্রেসিডেন্ট মো. সালাহউদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ বেলাল, ড. আয়েশা আফরিন, ইকরাম পাশা, মোহাম্মদ দিদারুল আলম, সাজ্জাদ হোসেন, রোটারিয়ান জাহাঙ্গীর বাদশা, শওকত আকবর, ফারিয়া তাবাস্সুম চৌধুরী, মো. ইউসুফ আলী, শেখ ফরিদ, শিহাবউদ্দিন, ফয়জুল, নাঈম হাসান, ইফতি, কাউছার, অর্পণ প্রমুখ। বক্তারা সমাজ পরিবর্তনে রোটারী যে উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে নতুন সদস্যদের অবহিত করা এবং মানব সেবার এই আন্দোলনে সম্পৃক্ত করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।