বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য বলেছেন, সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখেন।
বর্তমানে বিভিন্ন পেশায় নারীরা মর্যাদার আসনে আসীন হয়ে তাদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। নারী সমাজকে অন্ধকারে রেখে কখনো উন্নত জাতি ও দেশ গঠন সম্ভব নয়।
তিনি গতকাল মঙ্গলবার নগরীর পাহাড়তলীস্থ বিটিভি কার্যালয়ে অনুষ্ঠিত গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণা দাশ, প্রকৌশলী সুব্রত কুমার দাশ, প্রকৌশলী শাপলা দেওয়ানজী, নিঝুম দাশ বৃষ্টি, চম্পা চৌধুরী, স্বস্তিকা দাশ প্রান্তি, রিপন দেবনাথ ও ইমন চ্যাটার্জি। প্রেস বিজ্ঞপ্তি।












