সমাজে সম্প্রীতি বজায় রাখতে হবে

সমাবেশে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে পারলে দেশর উন্নয়ন ত্বরান্বিত হবে। এ জন্য মানুষের বিবেককে শানিত করতে হবে। এক সময় দেশে যৌথ পরিবার ছিল, তখন নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন ছিল অটুট। সমাজের কোনো স্থানে সমস্যা হলে সমাজের মুরব্বিরা সেই সমস্যার সমাধান করে দিতেন। কালক্রমে সেই অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ফলে সম্প্রীতির মনোভাব লোপ পেতে শুরু করেছে। ভ্রাতৃত্ব বোধ কমে যাচ্ছে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করতে হবে। তিনি গতকাল রোববার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশ এসব কথা বলেন। হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, থানার ওসি রুহুল আমীন সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, চিম্ময় দাশ ব্রহ্মচারী প্রভু, মাস্টার পরিমল কান্তি দে, ইমাম সমিতির সভাপতি সৈয়দ হাফেজ আহমদ, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জাহিদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধতিন ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা