সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠিত করতে সবাইকে সচেষ্ট হতে হবে

সেমিনারে বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৮:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত ভার্চুয়াল সেমিনার গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার তথ্য বিভাগের উপপরিচালক মো. সাঈদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা। সেমিনারে ঢাকা থেকে যুক্ত হন প্রকল্প পরিচালক ড. মো. গোলাম ফারুক, সিনিয়র সহকারী সচিব নহিদ সুলতানা, উপ-সচিব মো. মোখলেসুর রহমান, ড. উর্মি বিনতে সালমা, কুহু মান্নান প্রমুখ।
এতে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ, বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, শুদ্ধাচারের ব্যাপারে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনের ওপর ভর দিয়ে টিকে আছে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনায় সাহিত্য চর্চা করেছেন সুফিয়া কামাল