সমাজে নেতৃত্ব দিতে হবে সৎ ব্যবসায়ীদের

প্রশিক্ষণ সভায় ড. আ জ ম ওবায়েদুল্লাহ

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক এবং চট্টগ্রাম বিজনেস ফোরামের উপদেষ্টা ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেছেন, ইসলামী আদর্শ জানা ও প্রতিষ্ঠার জন্য জান ও মাল ত্যাগ ও কোরবানি পেশ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আত্মগঠন করতে হবে। আদর্শ ও চরিত্রবান হওয়ার জন্য ইসলামী জ্ঞানার্জন অত্যাবশ্যক। একদল সৎ ও যোগ্য লোক গড়ে তুলতে হবে, যাতে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা যায়। সমাজে সৎ ব্যবসায়ীদের নেতৃত্ব দিতে হবে। তিনি চট্টগ্রাম বিজনেস ফোরামের এক প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিজনেস ফোরাম চট্টগ্রাম নগরীর জামালখান অঞ্চলের সভাপতি ও ব্যবসায়ী সাইয়্যেদ আল মামুনের সভাপতিত্বে জামালখানস্থ এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ও সমাজসেবক মোহাম্মদ উল্লাহ, বিজনেস ফোরামের সভাপতি শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী শওকত আলম খাঁন, অধ্যাপক মিনহাজুল হুদা, ব্যবসায়ী মোহাম্মদ আবুল হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধান অতিথি ড. আ জ ম ওবায়েদুল্লাহ আরও বলেন, দুনিয়ার জীবনে শান্তি ও আখিরাতের মুক্তির জন্য ইসলামী আন্দোলন করতে হবে। সমাজের দুর্নীতি ও অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিপূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধলামায় আগুনে অ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই