সমাজে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে

মাদ্রাসা জেনারেল টিটার্স এসোসিয়েশনের সম্মেলনে সাঈদ আল নোমান

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিটার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার সমপ্রসারণ হোক, আরো উন্নত হোক সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের সমাজে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে। মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমন একটি দেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোনো বিভক্তি থাকবে না।

উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন মহাসচিব অধ্যাপক মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তোফাজ্জল হোসেন, নিষ্ঠ ফাউন্ডেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এম এ সবুর, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, চট্টগ্রাম সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তহিনুর আলম টিটু প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিটার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক অধ্যাপক মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মো. খোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. অলি উল্লাহ সঞ্চালনা করেন।

সম্মেলন শেষে অধ্যাপক মো. তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং অধ্যাপক মো. খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার এসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধভবিষ্যৎ প্রজন্মের জন্য সুপরিকল্পিত টেকসই আবাসন রেখে যেতে চাই