সমাজে এমন কিছু করার চেষ্টা থাকা উচিত মৃত্যুর পরেও যাতে মানুষ স্মরণ রাখে

ফটিকছড়িতে পুরস্কার বিতরণে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা | বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:২২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সামাজিক প্রতিষ্ঠান সমপ্রযুগের উদ্যোগে সমপ্রযুগ শিক্ষা প্রকল্পাধীন ৩৭তম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গত শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা। সংগঠনের সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম বাদশার সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সভাপতি শহিদুল আলম শাহেদ ও সাধারণ সম্পাদক এনামুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, সমপ্রযুগ মেধাবৃত্তি প্রকল্পের পৃষ্ঠপোষক লায়ন এস.এম. সামশুদ্দীন, ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, সংগঠনের সাবেক সভাপতি লায়ন শাহজাহান চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সমপ্রযুগ মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন আবু বক্কর কাঞ্চন, নেছার উদ্দিন, শহিদুল ইসলাম শাহাদাত, লায়ন আব্দুস সালাম পিপুল, বদরুদ্দোজা বশির, সদস্য মো. মাহফুজ, সহসভাপতি ডাক্তার দিদারুল আলম, রাশেদুল আলম বাবু, সদস্য মো. আরিফ, নজরুল ইসলাম, রেজাউল করিম, মানিক, অঞ্জন, বাবর উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞানভিত্তিক সমাজ গঠনে ইসলামের ইতিহাস জানতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু