বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, ঈদুল আজহার কোরবানির শিক্ষা আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে প্রতিফলিত করতে হবে। অতীতের মতো বর্তমানেও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সাহস, ঈমান ও ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের প্রতিটি কাজ হতে হবে নিষ্ঠার সঙ্গে। সমাজে ন্যায়নীতি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
গতকাল সোমবার দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোছাইন, ইসকপ সেক্রেটারি অ্যাড. সৈয়দ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ জামান। প্রেস বিজ্ঞপ্তি।