চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সমাজে আদর্শ মানুষের প্রতিকৃতি হচ্ছেন শিক্ষক। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদন্ড আর শিক্ষককে বলা হয় শিক্ষার মেরুদন্ড। এই শিক্ষকরাই জাতির সংকট উত্তরণে সর্বাগ্রে ভূমিকা পালন করতে পারেন। তিনি গতকাল মঙ্গলবার কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চসিকের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘শিক্ষা পুন:রুদ্ধারে কেন্দ্র বিন্দুতে শিক্ষকরা’।
এতে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সচিব খালেদ মাহমুদ। শিক্ষক কঙ্কন দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, কৃষ্ণ কুমারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসাইন, প্রধান শিক্ষক আবুল কাশেম, চসিক কলেজ শিক্ষক সমিতির সভাপতি জিন্নাত পারভীন মাহী, শেখ ওমর ফারুক, আমিনুল হক খান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার দাশ প্রমুখ।
মেয়র আরো বলেন, আদিমকাল থেকে মানুষ শিক্ষা পাচ্ছে। আবার প্রকৃতি থেকেও মানুষ শিক্ষা গ্রহন করছে। তবে সমাজ সভ্যতার ক্রমবিকাশের কারণে মানুষ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাগ্রহণ করছে। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের মাধ্যমেই সভ্য, আধুনিক, বিবেকবান ও মানবিক মানুষরূপে নিজেকে গড়ে তুলছে। এর পেছনে মুখ্য ভূমিকা পালন করছে শিক্ষক সমাজ। প্রেস বিজ্ঞপ্তি।