রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, সমাজের দুর্গত ও অসহায় মানুষের জন্য যারা কাজ করে তাদের পাশে থাকতে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করি। যেখানে মানবিক ও মানবতার কাজ দেখি সেখানে ছুটে যেতে চাই। গত শুক্রবার তিনি রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্র রোটারি ক্লাব চিটাগাং খুলশী, রোটারী ক্লাব মিয়াবুস জার্মানির আয়োজনে এক চক্ষু শিবির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে নিজের এই অভিমত ব্যক্ত করেন। দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ডা. সোমা রাণী রায়, সাংবাদিক নাসিরুল হক, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, জানে আলম জামাল, মোহাম্মদ রিজোয়ান শাহেদী, ডা. আকবর হোসেন ভুইয়া, পৌর প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, কাউন্সিলর জানে আলম জনি, এডভোকেট দীলিপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী। পূর্বকোণের প্রয়াত চেয়ারম্যান মরহুম ইউছুপ চৌধুরী স্মৃতি সংসদ ও রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল প্লান প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিশুদের চোখে ক্যান্সারজনিত কারণে মৃত্যু ও অন্ধত্ব রোধ করা বিষয়ে আলোচনা করা হয়। দেয়া হয় চিকিৎসা সেবা।