বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম সাধনার পাশাপাশি সমাজের দরিদ্র, অসহায় ও দুস্থদের সাহায্যার্থে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তশালী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির দরুন খেটে খাওয়া অসহায় মানুষের দুর্ভোগ দূর করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর চট্টেশ্বরী রোডস্থ গাজী শাহ লেইন এলাকায় অসহায়–দুস্থদের মাঝে ইফতার সামগ্রীসহ শুকনো খাবার বিতরণ করেন। ব্যারিষ্টার মীর হেলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বিগত শাসনামলে দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো স্বতঃস্ফূর্তভাবে পালনসহ জনগণের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। এই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আগামীতে একটি দরিদ্রমুক্ত ও সুখী–সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এসময় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য মাহাবুব রানা, আসিফ চৌধুরী, এস.এম. আবু সালেহ, মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উত্তরজেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, যুবদলনেতা মোঃ সাইফুদ্দিন, মহানগর ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমন। প্রেস বিজ্ঞপ্তি।