‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি কর্মসূচির সূচনা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফ উদ্দিন। শুরুতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।
প্রধান অতিথি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজসেবা কার্যক্রমকে আরো কার্যকর ও জনবান্ধব করতে হবে। বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, মা ও শিশু হাসপাতাল প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন,প্রফেসর ডা. আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ। সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা ও সাবরিনা লিনার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার ৯ জন শ্রেষ্ঠ কর্মকর্তা–কর্মচারী এবং ৬ টি সংস্থাকে সম্মাননা ক্রেস্ট, ৫ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে সেলাই মেশিন, ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












