চট্টগ্রাম জেলার সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা সমূহে চলতি ২০২৫–২০২৬ অর্থ বছর হতে জিটুপি পদ্ধতিতে ক্যাপিটেশন গ্রান্ট প্রদানের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ১২ অক্টোবর জেলা সমাজসেবা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, দেশে দরিদ্র পরিবারের পিতৃহীন, মাতৃহীন ও পিতৃ–মাতৃহীন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর লালন পালন ও উন্নয়নের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে স্থাপিত এতিমখানা/সংস্থা/আশ্রমসমূহ স্থানীয় সম্পদ আহরণ এবং বিভিন্ন ধরণের দান–অনুদান সংগ্রহের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। নিবন্ধন প্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য আর্থিক সহায়তা করা হয় যা ক্যাপিটেশন গ্র্যান্ট নামে পরিচিত। ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদানের ক্ষেত্রে ‘ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা ২০২৪’ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান। বক্তব্য রাখেন পিএইচটিসির তত্বাবধায়ক (সহকারী পরিচালক) মো. শহিদ উল্লাহ, বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সমাজসেবা অফিসার মো. আশরাফ উদ্দিন, মোহাম্মদ আলমগীর ও মুহাম্মদ আনোয়ার হোসেন। সভায় চট্টগ্রাম জেলার সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও তত্বাবধায়কগণ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।










