সমাজসেবা অধিদপ্তরের আয়োজন কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কল্যাণরাষ্ট্র গড়তে হলে রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে মৈত্রী এবং দায়িত্বশীলতার সম্পর্ক স্থাপন করতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত ‘কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সকাল ১১টায় এ মুক্ত আড্ডার আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ওয়াকাথন। সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ওয়াকাথনের সূচনা করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। তিনি বলেন, কল্যাণরাষ্ট্র বিনির্মাণে সমাজসেবা অধিদপ্তর অনবদ্য ভূমিকা পালন করছে। ওয়াকাথনটি নগরীর কাজীর দেউড়ি মোড়, আলমাস সিনেমা মোড়, চট্টেশ্বরী মোড়, মেহেদীবাগ, গোলপাহাড় হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ বছর জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা। চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পংকজ দত্ত। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ আমান উল্লাহ। মুক্ত আড্ডায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর ৫৪টি কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ মানুষকে সরাসরি সেবা প্রদান করছে।

সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা যৌথ সঞ্চালনায় আড্ডায় আরও অংশ নেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ডা. বাসনা মুহুরী, লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ, জুলাই কন্যা উম্মে হাবিবা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. রাসেল, মো. নাছির ও এনামুল হক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম, নুরুল ইসলাম পাটোয়ারী, আবুল কাসেম, পিএইচটিসির তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুল পাশা ভুঁইয়া, সহকারী পরিচালক উর্বশী দেওয়ান, সমাজসেবা অফিসার মো. আশরাফ উদ্দিন, মোহাম্মদ আলমগীর, পারুমা বেগম, তাসনিম আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ভর্তি মেলার সময়সীমা বাড়ল
পরবর্তী নিবন্ধরাহাত আলী ও চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় ফাইনালে