সমাজসেবায় প্রফুল্ল রঞ্জন সিংহ একটি উল্লেখযোগ্য নাম

স্মৃতিচারণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

শহীদ নূতন চন্দ্র সিংহের পুত্র, কুন্ডেশ্বরী ঔষধালয়ের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা, শাকান্নভোজ ও স্মৃতিচারণ অনুষ্ঠান গতকাল শনিবার কুন্ডেশ্বরী ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। কুন্ডেশ্বরী পরিবারের সদস্য চন্দন সিংহ, রাজীব সিংহ ও বাসুদেব সিংহের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চবির প্রো-ভিসি ড. প্রফেসর বেনু কুমার দে, শিল্পপতি লায়ন রূপম কিশোর বড়ুয়া, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, প্রফেসর ড. আনোয়ার সাঈদ, লায়ন এস এম ফারুক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, ব্যবসায়ী অঞ্জন শেখর দাশ, ডেইজী মওদুদ, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী মো. ইকবাল, জানে আলম জনি, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, আবু ছালেক প্রমুখ।
জাহানারা মুন্নী ও বিজয়া লক্ষ্মীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাহানারা মুন্নী। স্মৃতিচারণ করেন মনোয়ারা বেগম তামান্না, ডা. অধীর রঞ্জন দাশ, সবিতা চাকমা, চন্দ্রা দেওয়ান। বক্তারা মুক্তিযুদ্ধ, নারী শিক্ষার বিস্তারসহ সমাজসেবায় তার কর্ম অনুসরণের আহ্বান জানান।
প্রসঙ্গত, প্রফুল্ল রঞ্জন সিংহ গত বছরের ৩ ডিসেম্বর পরলোকগমন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ