আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে লতিফপুর ১নং গলি কালিরহাটে গতকাল শনিবার হযরত শাহসুফি শায়খ মুছা আহমদুল হক সিদ্দিকী (ক.আ.) জামে মসজিদের নির্মাণকাজ এবং সৈয়দা কামরুন্নেসা বেগম ফোরকানিয়া মাদ্রাসার কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। সাথে সাথে তিনি নামাজ আদায়ের জন্য অস্থায়ী মসজিদ তৈরি করেন। ফোরকানিয়া মাদ্রাসা উদ্বোধনকালে সুধী সমাবেশে সাবেক মেয়র বলেন, আমার পিতা ও পূর্ব পুরুষ সকলেই দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন এবং অলি আউলিয়া ভক্ত ছিলেন। আমাদের সমাজসেবা ও ধর্মীয় সকল কার্যক্রম আখেরাতের জন্য উৎসর্গকৃত। সমাজসেবার সাথে দুনিয়াবি কোনো স্বার্থজড়িত নেই। তিনি সকলের নিকট পবিত্র ইসলাম ও অলি আউলিয়াদের খেদমত এবং নবীজী (সা.) পথ অনুসরণ করে আজীবন সমাজ সেবার জন্য দোয়া কামনা করেন। মসজিদ নির্মাণকাজ উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম রাজু, মাইজভাণ্ডার দরবারের খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলম মাইজভান্ডারী, মাইজভাণ্ডার দরবার মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানি, মুসাবিয়া আস্তানা চাক্তাই পাক দরবারের মাওলানা আবুল কালাম আজাদ, মুসাবিয়া দরবারের যুগ্ম মহাসচিব মোহাম্মদ খুরশীদ আলম, তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইমরান হাসান আল কাদেরী, মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. বাদশা আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।












