দৈনিক আজাদী সম্পাদক ও দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রামের সভাপতি এম এ মালেক প্রবীণ নাগরিক তথা সোসাইটির সদস্যদের জীবনকে সর্বোত্তম উপায়ে উপভোগ করার আহ্বান জানান। এতে নিজের দীর্ঘজীবন পাওয়া ও সমাজকে সর্বোচ্চ সেবা দেয়ার সুযোগ সৃষ্টি হয়। গত শনিবার চিটাগাং সিনিয়র ক্লাব হলে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন। সোসাইটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দিলীপ কান্তি দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, সোসাইটির সিনিয়র সহ–সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী সহ–সভাপতি কবির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিরাজুল হক আনসারী।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার এম. আহমদ উল্লাহ, মোহাম্মদ আহসান, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, লায়ন তাহের আহমদ, আ ন ম ওয়াহিদ দুলাল, সাংবাদিক সিরাজুল করিম মানিক, লায়ন এম এ সামাদ খান, হুমায়ুন কবির প্রমুখ। সভাপতি এম এ মালেক স্মৃতিচারণ করে বলেন, লায়ন জেলা গভর্নর থাকাকালে আমি ‘কল’ দিয়েছিলাম ওদের মুখে হাসি ফোটান। সত্যি আমি সমাজের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জীবনভর কাজ করে চলেছি। তিনি সোসাইটির প্রবীণ সদস্যদের সমাজের নিম্নবিত্ত মানুষের সেবায় হাত প্রসারিত করার আহ্বান জানান। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবা কার্যক্রম জোরদার করার প্রতি সকলকে এগিয়ে আসার কথা বলেন। তিনি বস্তুনিষ্ট নয় সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশকে প্রগতির পতে এগিয়ে নেয়ার গুরুত্বারোপ করেন। স্ব স্ব পেশায় সকলকে সমাজের উন্নয়ন ও নিজের স্বার্থে লেগে থাকার পরামর্শ দেন। ব্যক্তি জীবনকে পরোপকারে উৎসর্গ করার কথা বলেন। এ প্রসঙ্গে তিনি চট্টগ্রামে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার বিভিন্ন অগ্রগতি উল্লেখ করেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ান এ এম কামাল উদ্দিন চৌধুরী সোসাইটির জন্য একটি স্থায়ী অফিস নেয়া ও জমি কিনে দালান করা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা, কবির উদ্দিন ভূঁইয়া অ্যাপস গ্রুপের মাধ্যমে সম্মিলিতভাবে সেবা কার্যক্রম পরিচালনা, সিরাজুল হক আনসারী নতুন বছরে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করা, ইঞ্জিনিয়ার এন আসাদ উল্লাহ সোসাইটিতে সদস্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন পদক্ষেপ নেয়া, এম এ সামাদ খান সোসাইটির জন্য জমি কেনা ও স্থায়ী অফিসে নেয়াসহ দুর্গত এলাকা শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ, হুমায়ুন কবির নিয়মিত জাতীয় দিবস উদ্্যাপনসহ সোসাইটির সদস্য সংখ্যা বাড়ানো, আ ন ম ওয়াহিদ দুলাল ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় সমাবেশ/সম্মেলন আয়োজন করা, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার নিকট প্রবীণ নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি কমিটি গঠন করে স্মারকলিপি প্রদান করা, তাহের আহমদ স্থায়ী অফিস নেয়ার গুরুত্বারোপ, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী গুণগত মানের সদস্য বৃদ্ধি করার আহ্বান জানান। সভায় সভাপতি এম মালেক সোসাইটি নতুন সদস্যদের স্বাগত জানান ও আজীবন সদস্যদের আইডি কার্ড বিতরণ করেন। সভায় আজীবন সদস্য মিয়া মোহাম্মদ আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় ও প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, এবিএম মাহবুবুল আলম, মহসিন আলী মহসিন, স্বপন কুমার পালিত, ইঞ্জিনিয়ার মনিরুল হক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, ডা. দুলাল দাশ, মীর মোহাম্মদ মোজাফ্ফর, মো. আবুল হাশেম, গোলাম মহিউদ্দিন বাবুল, ইঞ্জিনিয়ার এ এম নাসির উদ্দিন চৌধুরী, লায়ন মো. নুরুল আলম, মো. হারুন ইউসুফ, সিরাজুল ইসলাম চৌধুরীম, মো. আবু বকর সিদ্দিক, জাহাঙ্গীর মিঞা, নুরুল আবসার, রতন কুমার, মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, এনামুল হক চৌধুরী, আসহাব উদ্দিন প্রমুখ। পরে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।