রাউজানের মোহাম্মদপুরের বদিউজ্জামান চৌধুরী বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল ইসলাম চৌধুরী গত বুধবার রাত ৩টা ৪৫ মিনিটে দক্ষিণ খুলশীস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহে… রাজেউন) করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা দক্ষিণ খুলশী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বাদ আছর বদিউজ্জামান চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন ধর্মীয়,সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দীন হিরু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।