প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়।
ট্রেজারার প্রফেসর একেএম তফজল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। প্রধান অতিথি বলেন, সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যেটির প্রভাব সকল বিষয়ের উপর পরে। মানুষকে নিয়েই এই সমাজ। সুতরাং যে শাস্ত্র মানুষের সকল প্রকার কার্যকলাপ নিয়ে পর্যালোচনা করে তাই সমাজবিজ্ঞান। এতে বিধৃত থাকে মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, উপজাতীয়সহ সকল মানুষের কৃষ্টি, কালচার ও সংস্কৃতির কথা। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। বিভাগের প্রভাষক তানিয়া মাহমুদা তিন্নির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক ড. সাদিকা সুলতানা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।