সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আলোচনা সভা

| শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান : বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে বিপ্লবী শ্রমিক আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচারপ্রকাশনা সম্পাদক জুলফিকার আলী।

জেলা শাখার আহ্বায়ক হেলাল উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুল হুদা নিপু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সদস্য আহমদ জসীম, ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন, শ্রমিক নেতা নাসির উদ্দিন, মোহাম্মদ মাসুদসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সামনে স্বৈরাচারী হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালালেও বিদ্যমান শোষণমূলক ব্যবস্থা পাল্টায়নি। জনগণের অর্জিত সম্পদ এবং শ্রমিকের শ্রম শোষণের জন্য এই পুঁজিবাদী ব্যবস্থা ফ্যাসীবাদী কাঠামো তৈরি করেছে। আইনের শাসন, জনগণের নিরাপত্তা, সুবিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে এখনো জনমনে স্বস্তি আসেনি। জনগণের জীবনমান উন্নয়নের জন্য অন্ন, বস্ত্র শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। একদিকে শ্রমিকদের মানবেতর জীবন অপরদিকে ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা যায়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবনে নাভিশ্বাস উঠে গেছে কিন্তু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানোর কোনো উদ্যোগ এ সরকার এখনো পর্যন্ত নিতে পারেনি। শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে শ্রমিকদের উপর রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে এখনো শ্রমিকদের প্রাণ দিতে হচ্ছে। ছাত্রশ্রমিকজনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এখন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এ সময়ে শ্রমিকদের জীবনমানের ওপর নজর না দিলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণ প্রজন্মই বাংলাদেশের নেতৃত্ব দেবে : নাহিদ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মরিয়ম নগরে কঠিন চীবর দান