সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

পটিয়া থানার মোড়ে গতকাল বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ঘোষিত দাবি দিবস উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুবিনুল হক সাব্বিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ ও কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আল কাদেরী জয় ও কমরেড স ম ইউনুচ। সমাবেশে ১০ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল বিদ্যুৎ, ডিজেল ও সারের দাম কমানো; ভেজাল বীজের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও ফসলের লাভজনক দাম নিশ্চিত করা; গ্রাম ও শহরের শ্রমজীবীদের জন্য আর্মি রেটে রেশন প্রদান এবং সারা বছরের কাজ ও খাদ্যের নিশ্চয়তা প্রদান; সকল কৃষকদের নামের সার্টিফিকেট মামলা প্রত্যাহার; কৃষকদেরকে স্বল্প সুদে ঋণ প্রদান এবং ব্যাংক ঋণ নিতে ঘুষ নেওয়া বন্ধ করা; কৃষি উপকরণের দাম কমানো; পটিয়ার কৃষকদের উৎপাদিত সবজি রাখতে কোল্ড স্টোরেজ নির্মাণ করা; চানখালী খালের পাড়ে বেড়িবাধ নির্মাণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা; পটিয়া পিডিবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম১ এর দুর্নীতি ও হয়রানি বন্ধ করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতুলসীধামে স্মরণ উৎসব ৮ মার্চ
পরবর্তী নিবন্ধচালককে আটক করে পুলিশে দিল জনতা