সমাজকে এগিয়ে নিতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে

ডাবুয়া নব-দিগন্ত ক্লাবের কর্মশালায় বক্তারা

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:৩৯ পূর্বাহ্ণ

রাউজান ডাবুয়া নব দিগন্ত ক্লাবের উদ্যোগে উপজেলা যুব উন্নয়নের সহযোগিতায় ৬ দিনব্যাপী ছাত্র-যুব উন্নয়ন কর্মশালার সমাপনী দিবস গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা অফিসার শা-ই জাহান। বিশেষ অতিথি ছিলেন ইউ.পি সদস্য জাহাঙ্গীর আলম, মফিদুল আলম। উদ্বোধক ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা মো. মনছুর আলম।এম হাছান রেজার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইকরাম হাবীব, মুহাম্মদ আলাউদ্দীন বাবর। ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী ক্লাবের ফান্ডে বিশ হাজার টাকা অনুদান দেন এবং ট্রেনিং প্রাপ্ত ত্রিশজনকে সম্মাননা সরূপ ছয় শত টাকা করে প্রদান করেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনের বিকল্প নেই। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিবিডির সোলার স্কুল কার্যক্রম সম্পন্ন
পরবর্তী নিবন্ধছাত্রলীগের নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে