এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৬০ তম পালাবদলের হীরক জয়ন্তী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যারা যুক্ত, তারা কোনো আর্থিক লাভের কথা চিন্তা না করেই এসব সংগঠনে নিজের শ্রম, সময়, অর্থ ও মেধা ব্যয় করে থাকেন। দেশের ও সমাজের যেকোনো ক্রান্তিকালে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে এই সংগঠনগুলো।
গত ১৮ মে নগরীর একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপে. মো বেলাল হোসেন, এপে. ডা. জবিউল হোসেন, মুক্তিযোদ্ধা এপে. শাহ আলম নিপু, এপে. ইলিয়াস জসিম, এপে. মো. নজরুল ইসলাম, এপে. ওয়ালিউল্লাহ রিপনসহ অন্যান্য অতিথিবৃন্দ। পালাবদল কমিটির চেয়ারম্যান মো. জাকারিয়া চৌধুরী যুবরাজের নেতৃত্বে অনুষ্ঠানে ২০২৫ বর্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মো আশরাফুল আলম ভূইয়া ও তার বোর্ড। জেলা ৩ এর গভর্নর সরোয়ারুজ্জামান চৌধুরীর পরিচালনায় হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে কেক কাটা সহ অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। অতীত সভাপতি এপে. মোহাম্মদ হাসান আহসানুল কবির সম্পাদনায় একটি সংকলন অনুষ্ঠানে প্রকাশ করা হয়। এতে এপে. মিনহাজ মাহবুবের কবিতার বই অতিথিদের মাঝে বিতরণ করা হয়। বক্তারা এপেক্স ক্লাব অব চট্টগ্রামের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।