সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার কর্ম ও আদর্শ তরুণ সমাজে ছড়িয়ে দিতে পারলেই একটি আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় সব্যসাচী ঋদ্ধিমান কৃতীপুরুষ, আধুনিক মননশীল সমাজ বিনির্মানে সংশপ্তক সংগঠক। গত ২২ জানুয়ারি কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারলৌকিক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। কর্মসূচির মধ্যে ছিল প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও সংঘদানানুষ্ঠান। নব পণ্ডিত বিহারের বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব প্রদীপ কুমার বড়ুয়ার স্বাগত বক্তব্য এবং প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনায় অংশ নেন, উপাধ্যক্ষ তনহংকর ভিক্ষু, আবাসিক প্রধান রতনানন্দ ভিক্ষু। শ্রদ্ধা নিবেদন করেন সঞ্চিতা তালুকদার। ধন্যবাদ প্রদান সাহিত্যিক নীহারেন্দু বড়ুয়া। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. সবুজ বড়ুয়া শুভ। এর আগে সকালে থাইল্যান্ড থেকে সরাসরি জুম–অ্যাপের মাধ্যমে ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব বুড্ডিস্টের আয়োজনে ওয়ার্ল্ড এ্যলায়েন্স অব বুড্ডিস্টের সভাপতি ড. পনচাই পিনায়েপংয়ের পরিচালনায় সংঘদানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিথিলা চৌধুরীর আয়োজনে অনুষ্ঠানে দেশ বিদেশের প্রাজ্ঞ ভিক্ষুসংঘ এবং সাংবাদিক সাহিত্যিক বিমলেন্দু বড়ুয়ার অনেক গুণগ্রাহী অংশগ্রহণ করেন। প্রার্থনায় অংশ নেন, অন্তি বড়ুয়া, নির্বাণা বড়ুয়া বিন্দু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।