সমাজকে আলোকিত করাই শিক্ষকদের দায়িত্ব

জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শিক্ষক সমাবেশে বক্তারা

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫১ পূর্বাহ্ণ

হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী (.)-এর ওরশ শরিফ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক সমাবেশ করেছে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।

গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে শিক্ষক সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জ্ঞান, নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর স্মার্ট প্রজন্ম গড়তে শিক্ষক ও রাষ্ট্রসমাজের ভূমিকা’। প্রবন্ধ উপস্থাপন করেন সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। সমাবেশে অংশ নেন, চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন উপজেলার সরকারিবেসরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রাঙ্গুনিয়া সরকারি মহিলা কলেজের অধ্যাপক অসীম কুমার শীল ও বাঁশখালী আলাওল কলেজের প্রভাষক ফজিলাতুন্নেছা ডলির সঞ্চালনায় এবং চবি ইন্‌স্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আ ফ ম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।প্রধান অতিথি বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত না হলে সমাজগঠনে শিক্ষকরা যথাযথ ভূমিকা পালন করতে পারবে না। শিক্ষা কারিকুলামে নীতিনির্ধারণী বৈঠকে শিক্ষকদের সংযুক্ত রাখা প্রয়োজন। অতিথিরা বলেন, দুর্নীতি থেকে মুক্ত হতে হলে নৈতিকতা চর্চা করতে হবে। মাইজভাণ্ডার দরবার মানুষের মাঝে নৈতিকতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। মাইজভাণ্ডার দরবার দুনিয়া এবং আধ্যাত্মিকতার মাঝে ভারসাম্য রক্ষা করে জীবন পরিচালনার শিক্ষা প্রদান করে। শ্রেণিবৈষম্য দূরীভূত করে শিক্ষকদের মাঝে একাত্মতা তৈরিতে এই সমাবেশ ভূমিকা রাখবে। দীপশিখার মতো সমাজকে আলোকিত করাই শিক্ষকদের দায়িত্ব।

প্রবন্ধের উপর বক্তব্য দেন, পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, পটিয়া খলিলমীর কলেজের অধ্যক্ষ এস এম মিজবাহ্‌উর রহমান, রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছরোয়ার ছালেক সিকদার, রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক। শুভেচ্ছা বক্তব্য দেন, কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির বাণী পাঠ করেন মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম। বক্তব্য দেন, সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। ঘোষণাপত্র পাঠ করেন আইনজীবী রেবা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি মাইক্রোবায়োলজি বিভাগের রজতজয়ন্তী উৎসব
পরবর্তী নিবন্ধনারীসমাজের সামনে এখন বিশাল চ্যালেঞ্জ ও সুযোগ