সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা পেলেন ২০০ রোগী

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২৪২০২৫ এর আওতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত ২০০ রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে হাসপাতালের লেকচার হলে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসানের সঞ্চালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ফরিদুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি তানজির রহমান, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. মহিউদ্দিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসহায় রোগীদের জন্য চিকিৎসা সহায়তা বাবদ এই অনুদান প্রদান করা হচ্ছে। এই অনুদান আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দিতে পারলে আমার ভালো লাগতো। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। জনগণের ট্যাঙের টাকায় আমাদের সরকারী কর্মকর্তাকর্মচারীদের বেতন ভাতা হয়। তাই আপনাদের সুযোগসুবিধা দেখা আমাদের এবং সরকারের দায়িত্ব। আমরা আপনাদের পাশে আছি। ভবিষ্যতে এই অনুদান আরো কীভাবে বৃদ্ধি করা যায় এবং সহজভাবে আপনাদের কাছে পৌঁছানো যায় এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। স্বল্প সময়ের মধ্যে অনুদানের চেক বিতরণের সুন্দর ব্যবস্থাপনার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সমাজসেবা বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম বলেন, সরকার ৩৯টি প্রতিষ্ঠানকে এই অনুদান প্রদান করেছেন। তন্মধ্যে ৪টি প্রতিষ্ঠানই চট্টগ্রামের। তিনি এজন্য মাননীয় প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবায় সরকারের পাশাপাশি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারি পর্যায়ে বৃহত্তর চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, মোহাম্মদ সাগির, প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, মোহাম্মদ আবুল হাশেম, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, প্রফেসর এম জালাল উদ্দিন, ডা. . কে. এম. আশরাফুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট পরবর্তী প্রজন্মের কল্যাণে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভা