সমস্যার ভোগান্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের সরকারি কলেজ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়। এটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অধিভুক্ত কলেজের কার্যক্রম তদারকি করে। বাংলাদেশের আনাচে কানাচে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত শিক্ষার্থীর আনাগোনা অথচ বেশিরভাগই শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে ভুগছেন মানসিক চাপে। ফলে অনেকাংশে এর খেসারত পোহাতে হয় অভিভাবককে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলা হয়ে থাকে সমস্যার আঁতুড়ঘর, যেন সমস্যার শেষ নেই। সার্ভারের সমস্যা, প্রায়ই ভর্তি মেধাতালিকা পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব, অতিরিক্ত ফি বৃদ্ধি, সেশনজট, ইচ্ছাকৃত প্রশাসনিক সমস্যা এগুলো যেন নৈমিত্তিক ব্যাপার।

এছাড়াও বিভিন্ন কলেজের কলেজ অ্যাম্বাসেডর থেকে জানা গেছে শিক্ষকেরা ঠিক সময়ে পরীক্ষার হলে প্রবেশে করে না। পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার হলে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করা, সময়মতো প্রশ্নপত্র না দেওয়া, উপস্থিতি ও খাতার স্বাক্ষরে শিক্ষার্থীর সময় নষ্ট করা এই যেন শিডিউল হয়ে গড়ে ওঠছে। অনেকাংশে শিক্ষকেরা শিক্ষার্থীদের ওপর অকথ্য ও কর্কশ ভাষায় কথা বলে। আবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাধ্যমে হেনস্তার শিকার হতে হয়। আদৌ কি এর সমাধান মিলবে। শিক্ষার্থীরা এর পূর্ণাঙ্গ সমাধান চাই।

মুহিবুল হাসান রাফি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধজীবনানন্দ দাশ: রূপসী বাংলার কবি
পরবর্তী নিবন্ধসকলের পদচারণায় সফল হোক শিশুসাহিত্য উৎসব