বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো ধান প্রদর্শনীর রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত রোববার শেখেরখীল ইউনিয়নের লালজীবন পাড়ায় উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন তালুকদার, সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ। উপজেলা কৃষি সমপ্রাসারন কর্মকর্তা আবু আহমদ তারেকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপ–সহকারি কৃষি কর্মকর্তা মিছবাহ উদ্দিন, কৃষক মো. রেজাউল প্রমুখ।