সময় থাকতে প্রিয় সম্পর্কগুলোর যত্ন নিন

মো. সাইফুল মিয়া | সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কথায় আছে, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো সময় থাকতে মূল্য না বুঝা, অসময়ে আপসোস করা। যখন আমাদের আয়ত্তে কিছু করার থাকে, তখন আমরা কিছু করি না। হারিয়ে ঠিকই মর্ম বুঝি। একসাথে চলার পথে খুঁটিনাটি বিষয় নিয়ে মনোমালিন্য হবে এটাই স্বাভাবিক। তাই বলে একে অন্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মূল্যবোধ উঠে যাবে কিংবা মোহ কেটে গেলে নতুন কারো সন্ধান করতে হবে কেন? মানুষের প্রতি মানুষের একবার তিক্ততা জন্ম নিলে তা আজীবন থেকে যায়। তাই সবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আপনজনকে ছোট করা উচিত না। একটা সময় যাদের প্রতি পুরোপুরি মনঃসংযোগ থাকে তাও অবহেলায় চাপা পড়ে যায়। মানিয়ে চলতে চলতে মানুষ সবকিছু বুঝে যায়। মানুষের আকাক্ষার শেষ নেই। কিছু মানুষ জন্মেছে মন্দভাগ্য নিয়েই, তাই হারানোর কিছু নেই। কথায় কথায় কারণঅকারণে তারা অবহেলিত হয়। সময়ের পরিক্রমায় হয়তো আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পারি। তখন পিছনে ছুটে যাওয়ার সুযোগ থাকে না। আকাশে মেঘ না থাকলেও তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। ক্ষণিকের ক্ষণপ্রভায় তাঁর এক ঝলকে স্মৃতি যেন পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায়। চলতে চলতে থেমে যায়। হঠাৎ কোনো পথিকের ডাকে হুঁশ ফিরে আসে। তখন জীবন জীবনের গতিতে চলতে হবে। অনুশোচনা আসে, তবে অসময়ে। তখন মর্ম বুঝেও তেমন ফায়দা হয় না। তাই সময় থাকতে প্রিয় সম্পর্কগুলোর যত্ন নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীবাসীদের দুর্ভোগ থেকে পরিত্রাণ দেয়া হোক
পরবর্তী নিবন্ধভোরের পাখি হয়ে