সময়ের কবিতা

সাথী দাশ | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

.

নীল আকাশ, উজ্জ্বল রোদ মেঘের চিহ্ন কোথাও নেই।

কখনো দেখতাম, আকাশে ভাসান চিলের ডানা, এখন নেই।

বুকের ভেতর হঠাৎ চাপা দীর্ঘশ্বাস;

জানি, মানতে হয়, দীর্ঘশ্বাস জন্ম নেয় অপ্রাপ্তির বেদনা থেকে।

মজে যাওয়া নদীর স্রোতেও তো থাকে এক দীর্ঘশ্বাস।

.

মানুষের মোহের শাখাপ্রশাখার বিস্তর প্রবাহ

নদীসাগর কখনো পাহাড় ফিসফিস করে বলে।

গাছ গাছালির ভাসমান হাওয়াও বলে তীব্র তৃষ্ণা অন্তরে।

সে এক রোগ, সে এক অদ্ভুত চোরাবালি

যার নাম আগ্রাসী আকাঙ্ক্ষা।

পূর্ববর্তী নিবন্ধঠিন চাবুক
পরবর্তী নিবন্ধমহান স্বাধীনতার গৌরবদীপ্ত সূচনাপাঠ