চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) শিশু স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বিশ্ব নিউমোনিয়া দিবস এবং বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবস পালিত হয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং রোগের প্রতিরোধ ও চিকিৎসা প্রসারে সংশ্লিষ্ট দিবস দুটি উদযাপন করা হয়। প্রতিবছর ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। অনুষ্ঠানে বক্তারা নিউমোনিয়ার ঝুঁকি, প্রতিরোধ এবং চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. জেবীন চৌধুরী বলেন, নিউমোনিয়া বিশ্বব্যাপী শিশুমৃত্যুর প্রধান কারণগুলোর একটি। এর সঠিক প্রতিরোধ এবং ত্বরিত চিকিৎসা নিশ্চিত করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে। নিউমোনিয়া থেকে রক্ষা পেতে সময়মতো টিকা গ্রহণ এবং শিশুদের পুষ্টির উপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
অন্যদিকে বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবসে আলোচনার মূল বিষয় ছিল অকালপ্রসূ শিশুদের স্বাস্থ্যঝুঁকি এবং তাদের সঠিক পরিচর্যার প্রয়োজনীয়তা। এবারে দিবসটির মূল মন্ত্র ছিল ওভার থার্টিন মিলিয়ন বেবি’স বর্ন টু সুন এভরি ইয়ার : এঙেস টু কোয়ালিটি কেয়ার এভরিহয়ার। অনুষ্ঠানে নবজাতক বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহীন বলেন, ‘অকালপ্রসূ শিশুদের সঠিক সময়ে সঠিক যত্ন এবং চিকিৎসা নিশ্চিত করা গেলে তাদের সুস্থ জীবনের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।’ অনুষ্ঠানটি চমেক হাসপাতালের ডা. সমিরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগের সকল বিশেষজ্ঞ চিকিৎসক, ট্রেইনি এবং স্টুডেন্টসহ আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহম্মদ আব্দুর রউফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. মো. ইলিয়াস চৌধুরী, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিয়া, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসমা ফেরদৌসী এবং শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ পেডিয়েট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী।
বক্তারা প্রত্যেকে নিজ নিজ বক্তব্যে নিউমোনিয়া এবং প্রিম্যাচিউরিটি বিষয়ক আলোচনার গুরুত্ব এবং নিজ অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষজ্ঞদের মতে, নিউমোনিয়া এবং প্রিম্যাচিউরিটি শিশুদের স্বাস্থ্যঝুঁকির প্রধান দুটি কারণ। তাই এই দিবসগুলোর গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার ডা. ফারহানা জেরিন। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষ্যে নিউমোনিয়ার লক্ষণ এবং চিকিৎসা, সেইসাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগের নিউমোনিয়ার সার্বিক পরিস্থিতি বিষয়ক উপাত্তগুলো তুলে ধরেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্টার ডা. তানিয়া সুলতানা। বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বিভাগের সাফল্য ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ডা. মিথিলা কানুনগো।