সমমনা পরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

সিএন্ডএফ এজেন্টদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

দেশের প্রধান সমুদ্র বন্দর ও সর্ববৃহৎ শুল্ক ভবন কাস্টম হাউজ চট্টগ্রামকে সচল রেখেছে হাজার হাজার সিএন্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারীদের নিরলস শ্রম। অথচ, বন্দর ও কাস্টমসে প্রতিনিয়ত হয়রানি, নির্যাতন ও সংকট বেড়েই চলেছে। বিদ্যমান কোম্পানি আইনের সাথে সাংঘর্ষিক নানান বিধি উপবিধি চাপিয়ে দিয়ে সিএন্ডএফ এজেন্টদের স্বাভাবিক কার্যক্রমের পথে বাধা তৈরি করা হচ্ছে। সিএন্ডএফ এজেন্টদের ঐক্যবদ্ধ হওয়া আজ তাই সময়ের দাবি। সমমনা পরিষদ পরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সিএন্ডএফ এজেন্ট সমাবেশে এসব কথা বলেন সিএন্ডএফ এজেন্টস্‌ এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন। সমমনা পরিষদের আহ্বায়ক ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কাজী মাহমুদ ইমাম বিলু। বক্তব্য দেন, মোহাম্মদ সোলায়মান, এস এম মোয়াজ্জেম হোসেন, আবুল হাশেম, জাহাঙ্গীর আলম, মো. হানিফ, জহুর আহমদ, মাহবুব আলম, খাইরুল আলম সুজন, মো. শাহজাহান, গোলাম মোস্তফা, কাইউম সিকদার, মো. শাহ আলম, আবদুল মান্নান পাটোয়ারী, শামসুল আলম ফিরোজ, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, বন্দর, কাস্টমস্‌, অফ ডকে যখনই কোনো সমস্যা তৈরি হয়েছে এসোসিয়েশন নেতৃত্ব সেই সমস্যা মোকাবেলায় তাৎক্ষণিকভাবে ঝাঁপিয়ে পড়েছে। তিনি আসন্ন নির্বাচনে অতীতের মতই সমমনা পরিষদ মনোনীত প্রার্থীদের প্রতি সদস্যদের আস্থা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধসিনিয়র সচিব হেলাল উদ্দিন আহম্মদের সাথে রাউজান পৌর মেয়রের সাক্ষাত