সমমনা আইনজীবী সংসদের সভা

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

সমমনা আইনজীবী সংসদ, চট্টগ্রামের মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবি মিলনায়তনে সংগঠনের সভাপতি আ্যডভোকেট সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকীর সভাপতিত্বে সভার শুরুতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী আইনজীবিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আ্যডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন আ্যডভোকেট চন্দন দাশ, আ্যডভোকেট আখতার কবির চৌধুরী, আ্যডভোকেট রনজিৎ মিত্র, আ্যডভোকেট শম্ভুনাথ নন্দী, মো. ফয়েজ উল্ল্যাহ, এস এম জাহেদ বীরু, ভুলন লাল ভৌমিক, তৌহিদুল মনির চৌধুরী, মো. রাসেল, মজিবুল হক, শান্তি বিকাশ বড়ুয়া, মনসুর আলী, আমীর আব্বাস তাপু, বিশুময় দেব, মো. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় সংগঠনের আগামীর কর্ম পরিকল্পনা বিষয়ে আলোচনার পাশাপাশি বিগত দিনে মৃত্যুবরণকারী আইনজীবীদের আইন অঙ্গনে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন কর্মকাণ্ড মহামারির আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা
পরবর্তী নিবন্ধসরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির দাবিতে সারোয়াতলীতে এলাকাবাসীর মানববন্ধন