সমমনা আইনজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:১২ অপরাহ্ণ

সমমনা আইনজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে গত ১২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো. জাফর হায়দারের সভাপতিত্বে ও সহসধারণ সম্পাদক এরশাদুর রহমান রিটুর সঞ্চালনায় বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস এম বজলুর রশিদ মিন্টু, আব্দুস ছত্তার ছরওয়ার, মো. জহুরুল আলম, সমমনা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দীন, উপদেষ্টা হারুন অর রশিদ, অর্থসম্পাদক জসীম উদ্দীন, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল ওয়াহাব, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি কাজী সিরাজ, এইচ এস আবুল হাসান, আবু তাহের, মোহাম্মদ আলাউদ্দিন, ছৈয়দ মোহাম্মদ মাহাবুবুল কাদের, নুয়েসলার সভাপতি মোহাম্মদ সেকান্দর, অমিত কুমার দে, মীর মোহাম্মদ ফেরদৌস আলম, মোরশেদুর রহমান, হামিদুর রশিদ চৌধুরী, মাশকুরা বেগম মেরী, নিলুফার ইয়াসমিন লাভলী, লুৎফুন নাহার বকুল, মাহাবুবুল হক, মো. আরিফুর জামান আরিফ, এ এফ এম সালাউদ্দিন, অলি আহমেদ, মনছুর আলী, মো. শাহাবুদ্দীন কুতুবী, মো. হাসিব খান, মো. ইসকান্দর সোহেল, মো. নুরুল করিম এরফান, শফিউল হক চৌং সেলিম, কুতুব উদ্দীন মোহাম্মদ ইস্তেফাজ, মোক্তার আহেমদ, শিরিন সুলতানা চৌধুরী, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ কামাল উদ্দীন, এইচ এম সোহরাওয়ার্দী আলমগীর ফারুক, এম এ ওসমান, খন্দকার মো. এমদাদুর রহমান, আনিছুল হক, তাহসিন মাহমুদ ওসমান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শহিদুল আলম, মাসুদুল আলম বাবলু, আলমগীর আলম, মো. দেলোয়ার হোসেন, জান্নাতুল ফেরদৌস মুক্তা, মুহাম্মদ ইকরামুল হাসান চৌধুরী, প্রমুখ।

সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যেসব সদস্য মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মীর ফেরদৌস আলম সেলিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মদসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগড়ে শিশুকে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি