সমপ্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের স্থান নেই

পৌরসদরে গণসংযোগে আসলাম চৌধুরী

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের পৌরসভার যে অপার সম্ভাবনা রয়েছে, তাকে কাজে লাগানো গেলে সীতাকুণ্ড হবে সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা। পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট সিটির কনসেপ্টকে কাজে লাগাতে হবে।

নিরাপত্তা আর শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন করা গেলে ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। গতকাল শুক্রবার সকালে সীতাকুণ্ড পৌর সদরে গনসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আসলাম চৌধুরী বলেন, সমপ্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের স্থান নেই। এখানে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে আসছে। যারা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিল করতে চায়, তাদের সে স্বপ্ন পূরণ হবে না।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. খুরশিদ জামিল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, মোজাহের উদ্দিন আশরাফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আগমেদ মুন্না, বিএনপি নেতা সেলিম কমিশনার, জহিরুল ইসলাম নাছির, আবু সিদ্দিক বাল্লা, রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২