বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য থাকবে না, সামপ্রদায়িক সমপ্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী। সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে পার্বত্যবাসী সকলের সহযোগিতা দরকার। যাতে এখানে পাহাড়ি–বাঙালি, মারমা–চাকমা, ত্রিপুরা, বম কোনো জাতিগোষ্ঠীই নিজেদের আলাদা ভাবতে না পারে, সবাই বাংলাদেশের নাগরিক উপলব্ধি করে সৌহার্দপূর্ণভাবে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে। এটাই আমাদের লক্ষ্য গণঅভ্যুত্থানে গঠিত অন্তবর্তীকালীন সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।
প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সদর জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন তুষার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আরো বলেন, কোয়ালিটি এডুকেশনের বিকল্প নেই। মানসম্মত শিক্ষা ব্যবস্থায় পারে একটি জাতির সামগ্রিক উন্নয়ন ঘটাতে পারে। তবে আমি সবসময় কোটার পক্ষে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ৫ শতাংশ কোটা অবশ্যই থাকা দরকার। গণঅভ্যুত্থানে রক্ত দেয়া শহীদ ছাত্রদের কথা আমাদের স্মরণ রাখতে হবে। এদিকে প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গন থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।