সমপ্রীতির বারতা নিয়ে এসেছিলেন রাসুল (দ.)

আল্লামা সাবির শাহ’র ইমামতিতে জামেয়ায় জুমা

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার আওলাদে রাসুল, হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা. জি. আ.)’র খেতাবতে নামাজে জুমা ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা সংলগ্ন জুলুস ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জুমার বয়ানে রাহনুমায়ে হুজুর কেবলা পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মুদ্দাযিল্লুহুল আলী বলেন, মানতার মুক্তি ও সামপ্রদায়িক সমপ্রীতির খোদায়ী বারতা নিয়েই রাসুলে করিম (দ.) দুনিয়াতে এসেছিলেন। সৎ ও সোজা রাস্তায় চলতে মহান আল্লাহ তাঁর অনুগ্রহপ্রাপ্ত অলি-আল্লাহদের পথে চলতে নির্দেশ দিয়েছেন। তাই, যারা আল্লাহর পথে ফানাফিল্লাহর মকামে পৌঁছেছেন তাদের অনুসরণ জরুরি। এজন্যেই কানেকশান বা সংযোগ যদি পাওয়ার হাউজের সাথে মজবুত না হয় তবে যতই প্রচেষ্টা হোক কিন্তু বাতি জ্বলবেনা উল্লেখ করে শারীরিক উন্নতির সাথে সাথে রুহ বা আত্মার উন্নতিতে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য মাশায়েখ হযরাতে কেরামের অনুসরণের মাধ্যমে আল্লাহ ও রাসুল (দ.)’র সন্তুষ্টি অর্জন করতে হবে। হুজুর কেবলা করোনাকালে গাউসিয়া কমিটির কর্মীদের মানবিক সমপ্রীতি রক্ষার কাজকে মানবতার কান্ডারি রূপে ইসলামের মূলধারার পরম শিক্ষা মন্তব্য করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে মসজিদে মসজিদে দওরায়ে দাওয়াতে খায়র বা কল্যাণময় জীবন চর্চার প্রশিক্ষণ গ্রহণে সকলকে ব্রতী হওয়ার আহ্বান জানান। শেষে আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ মাদ্দাজিল্লুহুল আলীর হাতে হাজার হাজার মুসল্লী সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকায় দীক্ষিত হন এবং হুজুর কেবলায়ে আলম নব-দীক্ষিত মুরিদদেরকে যথাযথভাবে হযরাতে মাশায়েখ কেরামের নির্ধারিত ‘ছবক’ মহব্বতের সহিত আদায় করার পাশাপাশি মাঝহাব ও মিল্লাত, ঈমান-আক্বিদার ভিত্তিকে মজবুত করার নির্দেশ দেন। জুমার আগে বক্তব্য দেন, জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আল কাদেরী।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মুাহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুাহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুাহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্‌টেন্ট জেনারেল সেক্রেটারী এসএম গিয়াস উদ্দিন শাকের, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার উপাধ্যক্ষ মাওলানা ড. আ ত ম লিয়াকত আলী, আনজুমান ট্রাস্টের সদস্য মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, শেখ নাসির উদ্দিন আহমেদ, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ আবদুল হামিদ, তসকীর আহমেদ, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মুহাম্মদ মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক এসএম মাহবুব এলাহী সিকদার, চট্টগ্রাম মহানগরের মুহাম্মদ মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, আর ইউ চৌধুরী শাহীন, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন, উত্তর জেলার সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ, সিলেটস্থ মাদ্‌রাসা-এ-তৈয়্যবিয়া হেলিমিয়া সুন্নিয়ার সুপার মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ নামাজে জুমা আদায় করেন। শেষে হুজুর কেবলা আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌্‌ (মা. জি.আ.) বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। হুজুর কেবলায়ে আলমের ইমামতিতে আজ শনিববার নামাজে যোহর, আছর, মাগরিব ও এশা আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন নামাজ আদায়ের জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিযোগিতা ও অদক্ষ চালকের কারণে সড়কে দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধসমপ্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতিচর্চা অপরিহার্য : তথ্যমন্ত্রী