সমপ্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণে বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। তাই সমপ্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের টাস্কফোর্স ৪ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানি বলেছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে সেনাবাহিনী সদা তৎপর রয়েছে। কোথাও নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সেনা সদস্যরা কঠোর হাতে দমন করবে। গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় পূজামণ্ডপগুলো পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। পরিদর্শনের শুরুতে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান ১৬২ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কমান্ডারকে অবহিত করেন।

মণ্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন টাস্কফোর্স ৪ এর কর্নেল মোহাম্মদ এমরান ইসলাম ভূঁইয়া, রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব, ক্যাপ্টেন ফাহিম, সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা শামীমা আকতার প্রমুখ।

চট্টগ্রাম মহানগর বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাসমারোহে শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে পূজার সব আয়োজন। আর এই দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে আছে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর জামাল খান ওয়ার্ডের ধোপাপাড়া ও দেওয়ান হাট ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান, শিহাব উদ্দিন মোবিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, হাজী বাদশা মিয়া, ফাতেমা বাদশা, শওকত আজম খাজা, তৌহিদুস সালাম নিশাদ, ধীরেন্দ্র দাশ গুপ্ত, লিটন ভট্টাচার্য প্রমুখ।

বাঁশখালী কাথরিয়া ইউনিয়ন : বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান করলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী। বৃহস্পতিবার উপজেলার কাথরিয়া ইউনিয়নের শীলপাড়া পূজামণ্ডপ, জেলেপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে শীলপাড়া পূজামণ্ডপে ১ লাখ টাকা এবং জেলেপাড়া পূজামণ্ডপে ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন শাহাজাহান চৌধুরী। এ সময় মোঃ মঞ্জুরুল হক, মোঃ সাদুর রশিদ সিকদার, ওমসান গণ চৌধুরী, এডভোকেট মিজানুর রহমান, মুন্সি শেয়ার আলী, নুরুল ইসলাম, কামাল উদ্দিন চৌধুরী রোকন, মেম্বার নুরুল আলম, মেম্বার জাফর, আব্দুল খালেক, মুন্সি আলম, জমির উদ্দিন, রশিদ আহমদ, তৌহিদুল ইসলাম, গিয়াসউদ্দিন, মোঃ ফোরকান, মোঃ ত্বোহা, মোঃ জোহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ কাট্টলী পূজামণ্ডপ : শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের সভাপতি শিবু প্রসাদ দত্তের ব্যক্তিগত উদ্যোগে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দক্ষিণ কাট্টলী নিত্যানন্দ মহাজন বাড়ির পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন পূজামণ্ডপে বস্ত্র বিতরণ করেন সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আশুতোষ দাশ, নারীনেত্রী শিল্পী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক সুদর্শন চক্রবর্তী। পূজা পরিষদের সভাপতি রণজিত নাথের সভাপতিত্বে ও সমাজসেবক রতন চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমল কান্তি নাথ প্রমুখ।

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ : হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (১১ অক্টোবর) উপজেলা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এসময় পরিষদ নেতৃবৃন্দ পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন। মণ্ডপ পরিক্রমায় উপস্থিত ছিলেন হাটহাজারী পূজা উদযাপন পরিষদের আহবায়ক মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, যুগ্ম আহবায়ক নয়ন চৌধুরী, টিটু তালুকদার, টিটু শীল, সদস্য রাজীব সরকার, সুভাষ নাথ, প্রিয়াশীষ চক্রবর্তী, শিমুল নাথ, রিপন নাথ, জুয়েল দাশ প্রমুখ।

হালিশহর থানা ঈদগাঁহ মুন্সিপাড়া হিন্দুপাড়া জুয়েল ক্লাব : হালিশহর থানার আওতাধীন ঈদগাঁহ মুন্সিপাড়া হাজার দিঘিরপাড় হিন্দুপাড়া জুয়েল ক্লাব কর্তৃক আয়োজিত সার্বজনীন শারদীয় দু্‌গোৎসব পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। এতে আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রামপুর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী হায়দার, সিনিয়র সহসভাপতি ইবনুল হাসান, মহানগর যুবদলের সদ্য সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, মিয়া হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, হালিশহর থানা যুবদলের সদ্যসাবেক সদস্য সচিব হাবিবুল্লা খান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ডবলমুরিং থানা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্নআহবায়ক সাইফুল আলম রুবেল, ২৪ং ওয়ার্ড বিএনপি () ইউনিট সভাপতি সালে জহুর, সেক্রেটারি তাজুল ইসলাম রানা।

রাঙ্গুনিয়া যুবদল : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জামাল, বিএনপি নেতা মুহাম্মদ সেলিম, শাহীন, আরিফ চৌধুরী সবুজ, মো. শাহীন, মো. জাফরসহ নেতৃবৃন্দ।

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে গত ১০ অক্টোবর খলিফাপট্টি, ঘাটফরহাদবেগ, বলুয়ার দিঘী মহাশ্মশান পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সহসভাপতি হাসান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. হারুনুর রশিদ। আরো উপস্থিত ছিলেন সৈকত চৌধুরী লিটু, রাজীব মিত্র, রনজন কুমার নাথ কাজল, সান্তনু চৌধুরী কানু, তপন সেন, আশিস আচার্য্য, মোহাম্মদ আলী, আরশে আজিম আরিফ, নুরুল আজিম, এরশাদ আলী, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ পারভেজ, শওকত হোসেন, ফখরুল ইসলাম, সাইফুদ্দিন, আলমগীর মাস্টার, রেজাউল করিম মাসুদ প্রমুখ। পরিদর্শন শেষে খন্দকার নুরুল ইসলাম বলেন, অত্র ওয়ার্ডের প্রতিটি পূজা মণ্ডপে উৎসব মূখর পরিবেশে বিরাজ করছে।

হালিশহর বিএনপি : হালিশহর থানার আওতাধীন ঈদগাহ মুন্সিপাড়া হাজার দিঘীর পাড় অন্তর্ভুক্ত হিন্দু পাড়া জুয়েল ক্লাব কর্তৃক আয়োজিত সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন ২৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এস.এম ফরিদুল আলম। গতকাল শুক্রবার এ সময় আরো উপস্থিত ছিলেন ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মঞ্জুর আলম, সালে জহুর তাজুল ইসলাম রানা, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নাসের কোম্পানি, আবু তাহের, আবু বক্কর, আলতাফ কন্ট্রাক্টর, আব্দুর রহমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারুন, নাসির সও:, মো: ইসমাইল, হালিশহর থানা যুবদলের সদ্যসাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, যুবদল নেতা মো: বেলাল, মো: ফারুক, মো: আলাউদ্দিন, আব্বাস উদ্দিন রানা, আশফাকুর রহমান তামজিদ, খালেদ রাব্বি, সাকিব, রামীম, এনাম ও অংগসংঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পান চাষে কৃষকের দিনবদল
পরবর্তী নিবন্ধদেশে দেশে নারী-যাপন