পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৌদ্ধ সমপ্রদায়ের কল্যাণে ও সহযোগিতায় আমি সব সময়ই আন্তরিক আছি। শান্তি ও সমপ্রীতির বন্ধনে কল্যাণময় সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শনিবার রাঙামাটি জেলা শহরের তবলছড়ি আনন্দ বিহারে বৌদ্ধধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, মানুষের জীবন কর্ম জ্ঞান, মৃত্যু, পুনর্জন্ম সবকিছুই ন্যাচারাল। দুঃখ, জরা, রোগ, শোক, ব্যাধি নিরোধ ও চিকিৎসার কথা বলা আছে বৌদ্ধ ধর্মে। তিনি সকলকে সৎকর্মে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান। এসময় রাঙামাটি বৈশাখী পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়।
দেবাশীষ রায় বলেন, গৌতম বুদ্ধ সারা বিশ্বে মানবতার জন্য কাজ করেছেন। এই দিবসে আমরা প্রার্থনা করবো পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশ তথা পুরো বিশ্বে যেন শান্তি বয়ে আসে। সকল জীবের মঙ্গল হোক এই প্রার্থনা আমাদের সকলের।
বক্তব্য দেন, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উপসংঘ রাজ প্রজ্ঞানন্দ মহাথের, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণচন্দ্র প্রমুখ। এর আগে, সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি আনন্দ বিহারে গিয়ে শেষ হয়।