চট্টগ্রামকে একটি সমপ্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতেই রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর সাগরিকা মোড়ে থেকে শুরু করে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক চাহিদার কথা শোনেন। সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের মিলনস্থল।এখানে বিভাজন নয়, সমপ্রীতি ও সহাবস্থানের রাজনীতি প্রয়োজন। আমি বিশ্বাস করি, রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করাই সবচেয়ে বড় দায়িত্ব।গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুধীজন এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












